জীবনে চলার একটি পদ্ধতি হলো যোগ । - HEALTH TIPS & TRICKS

Breaking

Video of the Day

Add

Monday, November 23, 2020

জীবনে চলার একটি পদ্ধতি হলো যোগ ।


 

সংস্কৃত শব্দযুজথেকে আহরিত যোগ এর অর্থ হল ব্যক্তি সত্তার সঙ্গে বিশ্ব সত্তার মিলন।যোগের জ্ঞান ৫০০০ বছরের পুরানো ভারতীয় জ্ঞান।যদিও অনেকেই মনে করেন যোগ মানে শুধুই শারীরিক কসরৎ, যেখানে জটিল পদ্ধতিতে শরীরটাকে মুচড়িয়ে, ঘুরিয়ে, টেনে ফেলতে হয় এবং কিছু কঠিন শ্বাসের ক্রিয়া করা হয়ে থাকে। এসব কিছু আসলে মানুষের মন আত্মার ভেতরে যে অনন্ত শক্তি সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাকে বিকশিত করে তোলবার বৈজ্ঞানিক পদ্ধতিকে হালকা করে, ছোট করে দেখা।এই যোগবিজ্ঞানের মধ্যেই জীবনকে পূর্ণরূপে অতিবাহিত করবার, উপভোগ করবার সারকথা নিহিত আছে। এই যোগ বিজ্ঞানের মধ্যে আছে জ্ঞানযোগ বা জ্ঞানের পথ, ভক্তিযোগ বা পরম শান্তিময় ভক্তির পথ, কর্মযোগ বা পরম আনন্দময় কর্মের পথ এবং রাজযোগ বা মন নিয়ন্ত্রণকারী এক সাধনার পথ। রাজ যোগ আবার টি ভাগে বিভক্ত। এই নানাবিধ পদ্ধতির সমতা রক্ষা করে, ঐক্যসাধন করে যোগাসন অভ্যাস করাই রাজযোগ পদ্ধতির মূলকথা বা সারকথা।


No comments:

Post a Comment