মেডিটেশন এর মাধ্যমে মানসিক বয়স কমানো ও দ্রুত নতুন কিছু শিখা - HEALTH TIPS & TRICKS

Breaking

Video of the Day

Add

Monday, November 23, 2020

মেডিটেশন এর মাধ্যমে মানসিক বয়স কমানো ও দ্রুত নতুন কিছু শিখা


 

মেডিটেশন আমাদের মস্তিষ্কের নিউরোজেনেসিস প্রক্রিয়াকে বৃদ্ধি করতে সহায়তা করে। নিউরোজেনসিস এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে মস্তিষ্কের নিউরোন বৃদ্ধি পায় যার ফলে মানসিক বয়স অনেকটা কমে যায় সময় এর সাথে এবং এটি সহজ করে আমাদরে ব্রেনে থাকা গ্রে- ম্যাটারকে বৃদ্ধি করতেও সাহায্য করে। গ্রে-ম্যাটারের মধ্যে পেশী নিয়ন্ত্রণ এবং সংবেদনশীল উপলব্ধি যেমন দেখা এবং শ্রবণ, স্মৃতি, আবেগ, বক্তব্য, সিদ্ধান্ত গ্রহণ এবং স্ব-নিয়ন্ত্রণ অনুভূতিকে কন্ট্রোল করার ক্ষমতা রয়েছে এর সাথে মেডিটেশন আমাদের ব্রেনের হিপ্পোক্যাম্পালের বৃদ্ধিতে সাহায্য করে যারফলে আমরা দ্রুত সব কিছু শিখতে পারি যে কোনো বয়সে।

No comments:

Post a Comment