বাড়িতে সহজেই বডি স্ক্রাব তৈরি করে নিতে নারকেল তেলের সাথে ব্রাউন সুগার দিয়ে, এতে ২-৩ ফোঁটা এসেনসিয়াল অয়েল দিয়ে মিশিয়ে নিন। ব্যস, হয়ে গেলো হোমমেইড বডি স্ক্রাব। এই পদ্ধতিটি ত্বকের যত্নে বেশ কার্যকরী।
চুলের যত্নে নারকেল তেলের ব্যবহার নিয়ে কারোই কোন দ্বিধা নেই। নারকেল তেল কিন্তু ড্রাই স্কিনের জন্যও বেশ কাজে দেয়। মেকআপ রিমুভার হিসেবে নারকেল তেলের জুড়ি মেলা ভার। মাঝে মাঝে ড্রাই স্কিনের জন্য অল্প করে হাতে-পায়েও দেয়া যেতে পারে । তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে, খুব বেশি অথবা প্রতিদিন হাতে-পায়ে নারকেল তেল দিলে তেল চিটচিটে ভাব অথবা লোমকূপ বন্ধ হয়ে গিয়ে অন্যান্য সমস্যা হতে পারে। যাঁদের ড্রাই স্কিন, তাঁরা ত্বকের যত্নে সপ্তাহে ১দিন রাতের বেলা এ পদ্ধতিটি ব্যবহার করে দেখতে পারেন।
পরিমাণ মতো ইপসম সল্ট, সি সল্ট, বেকিং সোডা কয়েক ফোঁটা একসাথে নিয়ে ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে আপনার পছন্দের বাথ সল্টস। শাওয়ার-এর সময় পানিতে মিশ্রণটির ১ টেবিল চামচ পরিমাণ নিয়ে পানিতে মিশিয়ে নিয়ে উপভোগ করুন এর রিল্যাক্সিং এক্সপেরিয়েন্স ও অ্যারোমা।
একটি
পাকা অ্যাভোক্যাডো-র সাথে এক টেবিল চামচ মধু একটি বোল-এ নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার প্যাক-টি মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে দিন। এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন। এতে ড্রাই স্কিনের সমস্যা বেশ খানিকটা দূর হয়ে স্কিন ময়েশ্চারাইজড হবে।
No comments:
Post a Comment