শীতকালীন সময়ে ত্বকের সুরক্ষা - HEALTH TIPS & TRICKS

Breaking

Video of the Day

Add

Monday, November 2, 2020

শীতকালীন সময়ে ত্বকের সুরক্ষা

 

শীতের এই শুষ্ক আবহাওয়া বাইরের ধূলোবালি ত্বকে অমসৃন রুক্ষ ভাব নিয়ে আসে এজন্য ত্বক ফেটে যাওয়া, কালচে হয়ে যাওয়া, অ্যালার্জিসহ দেখা যায় নানা রকমের সমস্যা তাই ত্বকের জন্য প্রয়োজন নিয়মিত যত্নের পাশাপাশি একটু বাড়তি যত্নের 

মুখের ত্বকের সুরক্ষায় ব্যবহার করুন ভালো মানের ডে নাইট ক্রিম ব্যবহার করুন, বাইরে বের হলে ব্যবহার করুন সানব্লক ক্রীম টোনার বা ক্লিনজার দিয়ে ত্বক পরিষ্কার করে নিতে পারেন বাইরে থেকে এসে মুখে সবসময় ঠান্ডা পানি ব্যবহার করবেন, বরফ দিয়েও টোনিং করতে পারেন এছাড়া সপ্তাহে একবার ফেসিয়াল মাস্ক বা ফেসপ্যাক ব্যবহার করতে পারেন ত্বকের বাড়তি উজ্জ্বলতা বৃদ্ধির জন্য, তবে অয়েল ফ্রি মাস্ক ব্যবহার না করাই ভালো

শীতে চুল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়, চুলে খুশকির পরিমাণ বেড়ে যায়, তাই চুল নিয়মিত পরিষ্কার রাখতে হবে যারা প্রতিদিন বাইরে যান, তারা শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করুন নিয়মিত। সপ্তাহে অন্তত দিন ভালো মানের কোন কন্ডিশনার লাগিয়ে নিন সপ্তাহে দিন বিভিন্ন রকম হেয়ার অয়েল একসাথে মিশিয়ে হট অয়েল মাসাজ করতে পারেন ঘরোয়া চর্চা হিসেবে চুলের ধরন বুঝে ব্যবহার করুন হেয়ার প্যাক, এছাড়া সময় থাকলে পার্লারে যেয়েও করতে পারেন হেয়ার স্পা 

হাত পায়ের যত্নে গোসলের পর ময়েশ্চারাইজার সমৃদ্ধ লোশন ব্যবহার করুন নিয়মিত ত্বক বেশি শুষ্ক হলে ব্যবহার করতে পারেন অলিভ অয়েল গোসলের সময় গ্লিসারিন যুক্ত সাবান ব্যবহার করুন। এছাড়া ঘরে বসে ছুটির দিনে মেনিকিউর  পেডিকিউর করতে পারেন অথবা পার্লারে যেয়ে করতে পারেন

 

 

No comments:

Post a Comment