চুল পড়া কমাতে সাহায্য করে মেথি - HEALTH TIPS & TRICKS

Breaking

Video of the Day

Add

Sunday, November 1, 2020

চুল পড়া কমাতে সাহায্য করে মেথি



 

এই ধুলো-দূষণের সময়ে চুল ঝরে যাওয়ার সমস্যায় কম-বেশি সকলেই ভোগে। এই সমস্যা থেকে চুলকে রক্ষা করতেও মেথির ভূমিকা অপরিসীম। 

কিভাবে কাজ করে?

মেথিতে ভিটামিন এবং ভিটামিন সি উপস্থিত থাকে যা কিনা টাক পরে যাওয়ার সমস্যা থেকে বাঁচায়। লিথিসিন নামক একটা পদার্থ আমাদের চুলে থাকে যা চুল পড়ে যাওয়া থেকে বাঁচায়। মেথি দিয়ে বানানো চুলের মাস্ক ব্যবহার করলে এই লিথিসিন তৈরি হয় যা কিনা চুল 

মজবুত এবং ঘন করে চুলের সমস্যাকে বিদায় জানায়। 


কিভাবে ব্যবহার করবেন?

মেথির বীজের গুঁড়ো- টেবিল চামচ। জলের মধ্যে মেথির বীজের গুঁড়ো মিশিয়ে দিন।এই পেস্ট সারা মাথায় মানে চুলের গোড়া থেকে ডগায় লাগিয়ে দিন।২০ মিনিট মতন রেখে দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলুন।সপ্তাহে একবার করে এই প্যাক ব্যবহার করলেই হয়ে উঠবে ঘন, সুন্দর সুস্বাস্থ্যে উজ্জ্বল।

 

মেথিতে থাকা ভিটামিন চুল এবং নখের জন্য খুবই উপকারী। মেথির ভিতরে প্রাকৃতিক জেলোটিন পাওয়া যায় যা চুলের জেল্লা আর চুলের বৃদ্ধির ক্ষেত্রে অনুঘটকের ভূমিকা পালন করে। 

টেবিল চামচ মেথি। পরিমাণমত গরম জল। মেথির বীজগুলিকে গরম জলের মধ্যে ফেলে দিন।ভালো করে জল ফুটিয়ে ঘন প্যাক তৈরী করুন।মাথায় আধ ঘন্টা রেখে দিন।তারপর হালকা শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে নিন। সপ্তাহে কমপক্ষে বার এই ব্যবহার করুন। 

 

No comments:

Post a Comment