সাধারণ খাবারের মাধ্যমেই মুক্তি পেতে পারি মাইগ্রেনের যন্ত্রণা থেকে - HEALTH TIPS & TRICKS

Breaking

Video of the Day

Add

Tuesday, November 10, 2020

সাধারণ খাবারের মাধ্যমেই মুক্তি পেতে পারি মাইগ্রেনের যন্ত্রণা থেকে

ব্রকলিতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম পাওয়া যায়, যা মাইগ্রেনের ব্যথা থেকে মুক্তি দিতে পারে। তাই আপনার যদি এই সমস্যা থেকে থাকে তাহলে ব্রকলি খান।
মাইগ্রেন থেকে মুক্তি দিতে পারে আদা। লেবু আদার রস একসঙ্গে বা আদা চা মাইগ্রেনের যন্ত্রণা কমাতে সাহায্য করে। এছাড়া, আদা কুচি করে চিবোলেও উপকার পাওয়া যায়। সবুজ শাকসবজিতে পর্যাপ্ত পরিমাণে ম্যাগনেসিয়াম পাওয়া যায়। মাইগ্রেনের ব্যথায় ম্যাগনেসিয়াম খুবই কার্যকর। শস্য, সামুদ্রিক খাবার এবং গমেও প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে। মাছ খাওয়াও এক্ষেত্রে অত্যন্ত উপকারি মাছে ওমেগা- ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন- পাওয়া যায়। এই দুটি উপাদানই মাইগ্রেনের ব্যথা নিয়ন্ত্রণে সহায়তা করে। কাজুবাদাম, ওয়ালনাট ম্যাগনেশিয়াম সমৃদ্ধ, তাই মাইগ্রেনের সমস্যা দূর করতে এগুলি খেতে পারেন। ডায়েটে অবশ্যই দুধ রাখা উচিত মাইগ্রেনের সমস্যায় ফ্যাট ফ্রি দুধ পান করা খুবই উপকারি। দুধে ভিটামিন-বি পাওয়া যায়, যা কোষকে এনার্জি যোগায়। বহু রোগের মহৌষধ কুমড়োর বীজ! জেনে নিন এর বিভিন্ন উপকারিতা কফি পান করাও অত্যন্ত উপকারি সাধারণ মাথা ব্যথার ক্ষেত্রে যেমন কফি বা চা পান করা উপকারি হয়, তেমনই এটি মাইগ্রেনের ক্ষেত্রেও খুব সহায়ক। কফি পান করলে মাইগ্রেনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। ৭মাইগ্রেনের যন্ত্রণা থেকে মুক্তি পেতে খান আঙুর মাইগ্রেনের যন্ত্রণা দ্রুত কমাতে আঙুর বা আঙুরের রস খেতে পারেন। অল্প জলে আঙুরের রস মিশিয়ে খেতে পারলে মাইগ্রেনের যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারেন।

No comments:

Post a Comment