ত্বক উজ্জ্বল করায় কার্যকরী উপকরণ - HEALTH TIPS & TRICKS

Breaking

Video of the Day

Add

Friday, October 30, 2020

ত্বক উজ্জ্বল করায় কার্যকরী উপকরণ


 

 

উজ্জ্বল ত্বক পেতে তো আমরা সবাই চাই। কিন্তু চাওয়াটাই সার হয়।কিন্তু অনেক সময়ে কী হয়, বাইরের এতো ধুলো, বালির জন্য সেই টোন ধরে রাখা যায় না। যাদের ফর্সা ত্বক তারাই যদি গায়ের রঙ ধরে রাখতে না পারেন, তাহলে যাদের ডার্ক কমপ্লেকশন বা গায়ের রঙ কালো তাদের জন্য ব্যপারটা আরোও বেশি কষ্টদায়ক হয়ে দাঁড়ায়। অনেকেই আছেন স্কিন ফর্সা দেখাবার জন্য জাস্ট বেরবার আগে একটা ফেয়ারনেস ক্রিম ব্যবহার করে এতে করে সাময়িক ফর্সা দেখালেও তা স্থায়ী হয়না, আর তাই আজকের লেখাতে থাকছে আপনাদের জন্য কালো ত্বককে উজ্জ্বল করতে কার্যকরী উপকরণ

() হাফ চামচ আমন্ড অয়েল

() চামচ লেবুর রস

() চামচ মধু

() চামচ গুঁড়ো দুধ


ব্যবহার পদ্ধতিঃ

একটি পাত্রে সবকটি উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন এবং তা আলতো হাতে মুখে মাখুন।তারপর সেই মিশ্রণ মুখে রেখে দিন ২০ মিনিট মতো।এরপর শুকিয়ে গেলে ঠান্ডা পানি দ্বারা ধুয়ে ফেলুন।

এভাবে সপ্তাহে বার এই প্যাক ব্যবহার করুন ফলাফল আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ত্বকের উজ্জ্বলতা দেখে। তাহলে আর দেরি না করে আজই ব্যবহার করুন এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ান ঘরে বসেই।

No comments:

Post a Comment