ভ্রু ঘন পেতে যা করতে হবে - HEALTH TIPS & TRICKS

Breaking

Video of the Day

Add

Friday, October 30, 2020

ভ্রু ঘন পেতে যা করতে হবে


  

সৌন্দর্য বাড়াতে ঘন ভ্রুর জুড়ি নেই। কিন্তু জন্মগতভাবে সবার ভ্রু একইরকম ঘনত্বের হয় না। কারো ভ্রু বেশ ঘন থাকে, আবার কারো ভ্রু পাতলা। কিন্তু আপনি চাইলে প্রাকৃতিক উপায়ে ভ্রুর ঘনত্ব বাড়াতে পারেন। সেজন্য মেনে চলতে হবে কিছু সহজ উপায়-

অ্যালোভেরা পাতার ঘন জেল ভুরু দ্রুত বৃদ্ধির সহায়ক। একটা পাতা মাঝামাঝি কেটে ভিতরে শাঁসের মতো জেলটা বের করে নিন। ভুরুতে মাসাজ করে করে ত্বকের সঙ্গে মিশিয়ে দিন। এক ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।

শুকনো, পরিষ্কার ভুরুর উপরে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে সারা রাত রেখে দিন, সকালে উঠে ধুয়ে ফেলুন।

 


রাতে ঘুমানোর আগে সামান্য নারিকেল তেল গরম করে ভুরুর উপরে বৃত্তাকারে মাসাজ করুন। সারারাত রেখে সকালে উঠে ধুয়ে ফেলুন। ভুরু ধীরে ধীরে ঘন হতে শুরু করবে।

প্রোটিন, ফ্যাটি অ্যাসিড, অ্যান্টি অক্সিডেন্ট আর ভিটামিনের গুণে ভরপুর ক্যাস্টর অয়েল চুলের গোড়ায় গোড়ায় পুষ্টি সঞ্চার করে। ভুরুর উপরে ঘন ক্যাস্টর অয়েল লাগিয়ে আধ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।

 

No comments:

Post a Comment