কালচে ঠোঁট করে ফেলুন নরম আর গোলাপি - HEALTH TIPS & TRICKS

Breaking

Video of the Day

Add

Friday, October 30, 2020

কালচে ঠোঁট করে ফেলুন নরম আর গোলাপি




আপনি কী চাইছেন পাতলা, গোলাপ পাপড়ির মতো ঠোঁট কিন্তু গোলাপির বদলে কালো হয়ে যাচ্ছে? এমন হলে মন খারাপ হয়েযাওয়া খুব স্বাভাবিক! আসলে ঠোঁটের রং নানা কারণের উপর নির্ভর করে। একদিকে ঠোঁটের কালচেভাব যেমন জেনেটিক হতে পারে, তেমনি খাওয়াদাওয়ার অভ্যেস, জীবনযাত্রায় অনিয়ম, ধূমপানের মতো কারণেও ঠোঁটে কালো ছোপ পড়ে যায়। অনেকসময় ভিটামিনের অভাব থেকেও ঠোঁট কালো দেখাতে পারে। কাজেই বুঝতেই পারছেন, সত্যি সত্যি স্বাভাবিক গোলাপি ঠোঁট পেতে একটু কাঠখড় পোড়াতেই হবে আপনাকে! রইল তার জন্য কিছু সহজ ঘরোয়া উপায় ।


#প্রাকৃতিক ব্লিচের গুণ রয়েছে লেবুর মধ্যে, অর্থাৎ লেবু স্বাভাবিকভাবে কালচে ছোপ কাটিয়ে তুলতে পারে। পাতিলেবু পাতলা চাকা করে কেটে নিন, উপরে অল্প চিনি ছিটিয়ে দিন, তারপর লেবুর চাকাটা ঠোঁটে ঘষুন। মৃত চামড়া উঠে গিয়ে ভিতরের নরম ত্বক বেরিয়ে আসবে, লেবুর অ্যাসিড ঠোঁটের কালোভাবও কাটাবে।


#যে কোনও সমস্যার সমাধানেই নারকেল তেল হাজির! আঙুলে করে নারকেল তেল নিয়ে ঠোঁটে মেখে নিন। দিনে দু' একবার করলেই কার্যসিদ্ধি হবে!


#ত্বক হোক বা চুল, যত্ন নিতে জুড়ি নেই অলিভ অয়েলের। ফলে ঠোঁটের বেলাতেই বা অলিভ অয়েল পিছিয়ে থাকবে কেন! তাই দিয়েই বিদায় করুন ঠোঁটের কালো ছোপ! আধ চাচামচ চিনিতে কয়েক ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে ঠোঁটে সপ্তাহে একদিন স্ক্রাবের মতো ঘষুন। দ্রুত ফল পাবেন।


#ত্বক স্নিগ্ধ মোলায়েম রাখে গোলাপজল। এক চাচামচ মধুতে দু' ফোঁটা গোলাপজল মিশিয়ে ঠোঁটে লাগান। দিনে বারতিনেক লাগালে উপকার পাবেন। গোলাপের পাপড়ি বেটে মাখনের সঙ্গে মিশিয়ে ঠোঁটে মেখে দেখতে পারেন, কিছুদিনের মধ্যেই কেটে যাবে কালচেভাব।


#টুকটুকে বেদানার রং পেতে চান ঠোঁটে? একমুঠো বেদানা পিষে রস বের করে ঠোঁটে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে জলে ধুয়ে নিন। বেদানার রস মেলানিন উৎপাদন কমিয়ে ঠোঁটের কালোভাব কমাতে পারে।



No comments:

Post a Comment